
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ এএম
কেন্দুয়ায় ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০২:২৮ পিএম

আরও পড়ুন
নেত্রকোনার কেন্দুয়ায় এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের সাতারখালি খালপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত তারা মিয়া (৬২) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের
আইয়ুব আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মালামাল বিক্রির জন্য
স্থানীয় বাশাটি বাজারে যান তারা মিয়া। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার
সকালে স্থানীয়রা খাল পাড়ে তারা মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মৃতের ভাই সোলেমান মিয়া বলেন, ‘ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা নেই। কে বা
কারা তাকে হত্যা করেছে তা বলতে পারছি না। লাশের মাথায়,কপালে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।’
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনায়
মামলা প্রক্রিয়াধীন।