
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ এএম
আগুনে ১৪ দোকানসহ ২০ হাজার দলিল পুড়ে ছাই

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০১:০০ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪টি দোকানের পাশাপাশি পুড়ে গেছে ২০ হাজার দলিল। শুক্রবার রাত পৌনে ২টার দিকে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের পৌর মার্কেটে এ ঘটনা ঘটে।
আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দেবব্রত মণ্ডল জানান, খবর
পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন
লেগেছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
স্থানীয়রা জানান, মার্কেটটিতে বিভিন্ন রকমের দোকানের পাশাপাশি ১০ দলিল
লেখকের অফিস ছিল। আগুনে দলিল লেখকদের ২০ হাজার দলিল পুড়ে গেছে।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, আগুনে খবর শুনে ঘটনাস্থলে
পুলিশ পাঠিয়েছি।