
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে বিএনপির দোয়া-ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগরের ৩৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির রাজুর সভাপতিত্বে ও গাছা মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুখ খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- তরুণ শিল্পোদ্যোক্তা ও গাজীপুর মহানগর বিএনপির নেতা রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জিএমপি সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম জহিরুল ইসলাম সবুজ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য হারুন অর রশিদ ও ছাত্রনেতা জেএ রাজিব প্রমুখ।