
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম
ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম

আরও পড়ুন
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জিসান (২৭) ও আব্দুল কাদির (৩০) নামে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
শুক্রবার বিকালে এ বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গ্রেফতাররা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে। জিসান নারায়ণগঞ্জ মহানগরীর নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাদির ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে জিসান ও তার সহযোগীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠি হাতে নেমে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী।