
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম
অনাথবন্ধু সম্মাননা পেলেন যুগান্তর প্রতিনিধি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

আরও পড়ুন
‘অন্তর মম বিকশিত করো অন্তর তর হে, নির্মল করো উজ্জ্বল করো, সুন্দর করো হে এ’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর উপজেলার চন্ডিগড়ে অবস্থিত মানবকল্যাণকামী অনাথালয় থেকে প্রতি বছরের মতো এবারো অনাথবন্ধু সম্মাননা দেওয়া হয়েছে। তিন দিনব্যাপী বিশ্ববান্ধব কবি সম্মেলন ও সনাতন ধর্মীয় মহাসম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রাতে গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কবি সাজ্জাদ খানের সভাপতিত্বে কবি বিদ্যুৎ সরকার ও কবি দুনিয়া মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন তালুকদার, মানবকল্যাণকামী অনাথালয়ের সভাপতি সুবল দে, নয়নযোগী আশ্রমের সভাপতি হরেন্দ্র ঘোষ, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, সায়মন খান, জীবন চক্রবর্তী, কাজল তালুকদার, আরিয়ান সিদ্দিক, মিল্টন দেবনাথ, নাজমুল হুদা সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানরা।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিভাগে বীর মুক্তিযোদ্ধা শহিদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন, শিক্ষায় (মরণোত্তর) সুরথ চন্দ্র দে, সমাজসেবা বিভাগে সাহিত্য প্রতিষ্ঠান ‘পথ পাঠাগার’, সাংবাদিকতা বিভাগে দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকন, কবিতায় কবি তানভীর জাহান চৌধুরী ও রাকিবুল ইসলাম সৌমিককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।