
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম
চসিক নির্মিত ভবনে দেবে গেছে ফ্লোর দেয়ালে ফাটল, ঝুঁকিতে ৬০ পরিবার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম
-67dd6cd6c8e3e.jpg)
আরও পড়ুন
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সেবক কলোনিতে নির্মিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ৬ তলা একটি ভবনের ফ্লোর দেবে গেছে। খসে পড়েছে বিমের পলেস্তারা। দেয়ালসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় ওই ভবনের বাসিন্দা ৬০ পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে।
ভবনের বাসিন্দা ও স্থানীয়রা জানান, ৭-৮ বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন সেবক বা পরিচ্ছন্ন কর্মীদের পুনর্বাসনের জন্য এ ভবনটি নির্মাণ করে। নির্মাণের পর প্রতি তলায় ১০টি করে ৬ তলায় পরিচ্ছন্ন কর্মীদের ৬০টি পরিবারকে এখানে পুনর্বাসন করা হয়।
তারা বলেন, এসব পরিবার জরাজীর্ণ ভবন থেকে বহুতল ভবনে পুনর্বাসিত হয়ে বেশ আনন্দিত হয়েছিল। কিন্তু ৭-৮ বছর না যেতেই ভবনের ত্রুটিপূর্ণ নির্মাণের চিত্র ফুটে উঠছে। বেশ কয়েক দিন থেকেই নিচের তলায় কয়েকটি ফ্লোর দেবে গেছে। একাধিক বিমের পলেস্তারা খসে গেছে। এতে ভবনে বসবাসকারী পরিচ্ছন্ন কর্মীদের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ছাত্রদল নেতা শাহনেওয়াজ তুষাণ যুগান্তরকে বলেন, ফ্লোর নির্মাণের সময় কোনো লোহা ব্যবহার করা হয়নি। কেবল ইট-সিমেন্টের ঢালাই দেওয়ার কারণেই এমন হয়েছে বলে তার ধারণা করা হয়েছে। একইভাবে যেসব বিমে ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তারা খসে পড়ছে সেখানেও নির্মাণ ত্রুটি ছিল। ঠিকাদারের দুর্নীতির কারণেই এমনটি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।