
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:১২ পিএম
বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু, আটক ১

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বোরো ধান খেতে জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে একটি হাতি মারা গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম পূর্ব সমশ্চূড়া গুচ্ছ গ্রাম কলোনির পাশে লাল টেংগড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার বাসিন্দা কৃষক জিয়াউর রহমান জিয়াকে আটক করেছে পুলিশ।
শেরপুরের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার
পর প্রায় ২০টি বন্যহাতির একটি দল সীমান্তবর্তী লাল টেংগড় এলাকায় আসে। একপর্যায়ে রাত
১০ টার দিকে বন্যহাতির দলটি স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জিয়ার বোরো ধানের খেতে খাবারের
সন্ধানে নামে। খেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক জেনারেটরের লাইনের জিআই
তারের স্পর্শে এলে একটি বন্যহাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এতে সেখানে থাকা অন্য হাতিরা ক্ষিপ্ত হয়ে তাণ্ডবলীলা চালায়। মৃত হাতিটিকে
ঘিরে রাখে। খবর পেয়ে রাতেই বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পদির্শন করেন। মৃত হাতিটি
একটি মাদী হাতি।
দেওয়ান আলী বলেন, আটক হওয়া কৃষক জিয়া তারখেত বাঁচাতে বৈদ্যুতিক জেনারেটরের
বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করেছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া
চলছে। মৃত বন্যহাতিটির ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হবে।
স্থানীয় ও বন বিভাগ সূত্র জানায়, সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে দীর্ঘদিন
ধরে বন্যহাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে বন্যহাতির তাণ্ডব আরও বেড়েছে।
হাতির এ হানা থেকে ফসল রক্ষা করতে স্থানীয় কৃষকরা বৈদ্যুতিক জেনারেটরের মাধ্যমে জিআই
তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ক্ষেতের চারপাশ ঘিরে রাখেন এবং লাইট জ্বালিয়ে রাখেন। এতে
অনেক সময় ভয়ে বন্যহাতির দল খেতে আসে না।