
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩২ এএম
বড়াইগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:৫৮ পিএম

নাটোরের বড়াইগ্রামে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামে হওয়া এ ঘটনায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন নজিম উদ্দিন (৫৫) নামে একজন। আহত হয়েছেন আরও চারজন।
নিহত নজিম উদ্দিন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। কবরস্থানের জমি নিয়ে
এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণির বাবা আব্দুস সামাদ মৌলভী
মৃত্যুর আগে স্থানীয় কবরস্থানে ৬০ শতাংশ জমি দান করে যান। এ জমির দখল নিয়ে কবরস্থান
কমিটির সঙ্গে আব্দুল গণি ও তার ছেলেদের দ্বন্দ্ব চলে আসছিল। আগেও এ নিয়ে কয়েকবার সালিশি
বৈঠক ও মারধরের ঘটনা ঘটেছে।
কবরস্থানের জমি নিয়ে বৃহস্পতিবার বিকালেও তর্ক-বিতর্ক হয়। এর জেরে গ্রামের
লোকজন আব্দুল গণির ছেলে সজিব হোসেনকে (২৫) পিটিয়ে আহত করে। শুক্রবার সকালে কবরস্থান
কমিটির সেক্রেটারি আরিফ হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক আব্দুল গণির রাইস মিলে
হামলা করে। মিলে থাকা আব্দুল গণির ছেলে ফারুক
হোসেনকে (৩২) মারধর করে। এ সময় ফারুক সেখানে থাকা ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে নজিম
উদ্দিন গুরুতর আহত হন। রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এছাড়া ছুরিকাঘাতে কবরস্থান কমিটির সেক্রেটারি আরিফ, সজিব ও জাহাঙ্গীর আহত হন। আহতদের মধ্যে ফারুক ও সজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ উদ্ধার করে
মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।