
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৪:৪৭ এএম
ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, চারজনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কবির হোসেন নামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতিতে বাধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ
১২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
আহত ব্যবসায়ী কবির হোসেন জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ
ডাকাত দল অস্ত্র নিয়ে তাদের বাড়িতে আসে। ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা।
এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ফেলে। ডাকাতরা
ঘরের আলমারির চাবি চাইলে তা না দেওয়াতে ক্ষিপ্ত হয় ডাকাতরা। তারা ব্যবসায়ী কবির হোসেন,
তার স্ত্রী রওশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে গুরুত্বর
জখম করে। পরে আলমারির তালা ভেঙে নগদ তিন লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল
লুট করে নিয়ে যায়।
বিষয়টি বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত এসেছে
ঘোষণা দেয়। এ ঘোষণার পরই ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি পরিষেবা
৯৯৯-এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। লুট
হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।