
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ এএম
পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:১০ পিএম
-67dc3e0c001df.jpg)
আরও পড়ুন
কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়ভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ্ আল মামুন জানান, অফিস শেষে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জাহাঙ্গীর। পথে সদর উপজেলার বড়ভাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে সংঘর্ষের পরপরই পিকআপের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।