Logo
Logo
×

সারাদেশ

গলায় কামড় দিয়ে দেড় বছরের শিশুকে টেনে বাগানে নিয়ে গেল শিয়াল

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম

গলায় কামড় দিয়ে দেড় বছরের শিশুকে টেনে বাগানে নিয়ে গেল শিয়াল

কিশোরগঞ্জে উঠান থেকে গলায় কামড় দিয়ে মো. আরাফ (১৯ মাস) নামে এক শিশুকে টেনে বাগানে নিয়ে যায় শিয়াল। এ ঘটনায় ওই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত আরাফ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামের মো. লিঙ্কনের ছেলে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নেয় ছোট্ট শিশু আরাফ। ইফতার শেষে পরিবারের সদস্যরা নানান কাজে ব্যস্ত হয়ে যান। এই ফাঁকে গুটিগুটি পায়ে ঘর থেকে উঠানে চলে যায় সে। এ সময় একটি শিয়াল সেখান থেকে  আরাফকে গলায় কামড় দিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বাগান থেকে আরাফের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে সবার চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন খাইরুল ইসলামের বাগানে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার ডাকচিৎকারে গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নখের দাগ। তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করা হয়।

আরাফের বাবা লিঙ্কন বলেন, সন্ধ্যায় আমি স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার প্রাণপ্রিয় সন্তানের মরদেহ দেখতে পাই। এর চেয়ে কষ্টের আর কী আছে?

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম