গাছের মগডাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নামাল ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা বাজার এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঁচু কড়ই গাছের ডালে উঠে বসেছিলেন। এলাকাবাসী অনেক চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে তাকে নামিয়ে আনেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজরা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইলিয়াস ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, সোহেল রানা নামে জনৈক ব্যক্তি ফোন করে এ ঘটনা জানালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কুলিয়ারচর উপজেলার বাজরা বাজার এলাকার একটি উঁচু কড়ই গাছ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অল্প কিছু সময়ের চেষ্টায় তাকে বুঝিয়ে ও খাবার দেওয়া হবে বলার পর গাছ থেকে লোকটি নেমে আসেন। তবে তার নাম-ঠিকানা পরিচয় জানা যায়নি। লোকটি পুরোপুরি বিবস্ত্র ছিলেন। পরে তাকে কাপড় ও খাবার দেওয়া হয়।