Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বড়হিস্যা জালসা এলাকার আঞ্চলিক সড়কের ত্রিমোড়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম কাওয়ালিপাড়া বাজারে যাওয়ার জন্য জালসা আঞ্চলিক সড়কের ত্রিমোড়ে দাঁড়ান। তখন অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে পেছন থেকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ধর ধর বলে মাটিতে লুটিয়ে পড়েন কাশেম। এরপর পাশের ইটভাটার শ্রমিক ও স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে পূর্ব শত্রু তার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করলে খুনিরা ধরা পড়বে বলে জানান তারা। 

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন, বিএনপি নেতা খুন হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। 

তিনি জানান, এ ব্যাপারে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম