Logo
Logo
×

সারাদেশ

একই পরিবারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম

একই পরিবারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার

প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সোনারগাঁও থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে মো. লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী মোছা. নাজমা বেগম (৩৮), লিটন মিয়ার ছেলে মো. নাহিদ আলম (২২)।

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, গ্রেফতাররা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন যাবত তারা একই পরিবারের তিনজন আত্মগোপন করে সিদ্ধিরগঞ্জে বসবাস করে আসছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম