Logo
Logo
×

সারাদেশ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:১২ পিএম

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উত্তম কুমার দে (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাকের চালক রিয়াজুল ইসলাম ও চালকের সহকারী সুমন মিয়া আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক উত্তম কুমার দে বগুড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চালভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঢাকাগামী আলুভর্তি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাক চলক উত্তম কুমার দে’র মৃত্যু হয়। আহত হন অপর ট্রাকচালক ও হেলপার।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম