Logo
Logo
×

সারাদেশ

মোবাইল ফোন চুরির অভিযোগ

মদনে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:০০ এএম

মদনে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

নেত্রকোনার মদনে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় শিশুর চাচা মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার দুপুরে নেত্রকোনার মদন পৌরসভার কৃষি অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে সুকেল মিয়া ও জয়নাল নামে দুজনকে থানায় আটক রাখা হয়েছে। 

মদন পৌরসভার কৃষি অফিসের সামনে একটি বাস থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তিনটি মোবাইল ফোন চুরি হয়। এরই সন্দেহে বুধবার সকালে দুশিশুকে চুরির অপবাদ দিয়ে নারকেল গাছে বেঁধে নির্যাতন করে। এর সঙ্গে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়। পরে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নির্যাতনের স্বীকার শিশুর চাচা লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় দুজন আটক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম