-67db0b2fb3cb3.png)
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন।
নিহতের নাম আব্দুল গণি (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বুধবার বিকাল ৫টার দিকে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে খায়রুল ইসলাম জানান, বিকালে ধোপাঘাটপুর গ্রামে তাদের
বাড়ির সামনের সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে তার বাবা আব্দুল গণি ও
চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সঙ্গে কথা কাটাকাটি হয়।
এরই এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তার বাবা আব্দুল গণিকে ধারাল
ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয়রা গণিকে
উদ্ধার করে পাশের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন’।