Logo
Logo
×

সারাদেশ

স্ত্রী পরকীয়ায় আসক্ত, যা করলেন স্বামী

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৫৬ পিএম

স্ত্রী পরকীয়ায় আসক্ত, যা করলেন স্বামী

নরসিংদীর পলাশে স্ত্রীর সঙ্গে অভিমান করে শাহজাহান (৩০) নামে এক ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে ঘটনা এ ঘটে। পুলিশ বলছে- পরকীয়ায় আসক্ত ছিলেন স্ত্রী। এ নিয়ে ঝগড়ার পর ফাঁস দেন স্বামী।

মৃত শাহজাহান পলাশ বাজারের ব্যবসায়ী ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। চার বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে পলাশ বাজারের একটি বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকার এক মেয়েকে বিয়ে করেন শাহজাহান। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। এ দম্পতির হোসেন নামে চার বছর বয়সি একটি ছেলেসন্তান রয়েছে। এর মাঝে তার স্ত্রী ঝগড়া করে শাহজাহানকে রেখে বাপের বাড়ি চলে যায়। পরে আবারও তারা একসঙ্গে সংসার জীবন শুরু করে।

রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। বুধবার ভোরে সেহরি খেয়ে স্ত্রীকে পাশের রুমে রেখে একই বাসার অন্য আরেকটি রুমে ঘুমাতে যান শাহজাহান। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে ডাকতে যায়। এ সময় ভিতর থেকে রুমটি আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করার পরও সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় শাহজাহান একটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শাহজাহান নামে একজন সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

কেন এ আত্মহত্যার ঘটনা? এমন প্রশ্নে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়- রাতে স্ত্রীর পরকীয়ার ঘটনা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে স্ত্রীকে মারধরও করেন তিনি। পরে অভিমান করে আত্মহত্যা করে শাহজাহান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম