বাদীর হাত থেকে টাকা কেড়ে নেওয়ায় এসআই প্রত্যাহার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম
-67dacc4328863.jpg)
বগুড়া সদর থানায় মামলা করতে আসা এক নারীর হাত থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে এসআই জাহিদ হাসানকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দিন এ তথ্য দিয়েছেন।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই জাহিদ হাসানকে সদর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে সত্যতা পেলে তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করা হবে।
ফোন বন্ধ রাখায় অভিযুক্ত এসআই জাহিদ হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগে জানা গেছে, বগুড়া শহরের কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকার আরিফুল ইসলামের মেয়ে আফসানা জাহানের মা ও বোনকে মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা করতে তিনি গত ১৬ মার্চ সদর থানায় যান। ডিউটি অফিসার এসআই জাহিদ হাসান মামলার খরচ বাবদ তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। এত টাকা কাছে নেই বলার একপর্যায়ে তিনি আফসানা জাহানের হাতে থাকা তিন হাজার টাকা কেড়ে নেন। এরপর তাকে আরও সাত হাজার টাকা আনতে বলেন। সন্ধ্যা পর্যন্ত থানায় বসে থাকার পর তিনি (আফসানা) বাড়ি ফিরে যান।
তিনি ১৭ মার্চ আবারও থানায় গিয়ে জানতে পারেন তার মামলাটি রেকর্ড করা হয়নি। বাধ্য হয়ে তিনি বিষয়টি ওসি এসএম মঈনুদ্দীনকে অবহিত করেন। ওসির প্রশ্নের মুখে এসআই জাহিদ হাসান কেড়ে নেওয়া তিন হাজার টাকা ফেরত দেন ও মামলাটি রেকর্ড করেন।
এদিকে মামলার করতে আসা এক নারীর হাত থেকে টাকা কেড়ে নেওয়ার ঘটনা জানাজানি হলে পুলিশ সুপার মঙ্গলবার বিকালে সদর থানার এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করেন। তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।