Logo
Logo
×

সারাদেশ

প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ দাবি, স্বামী-স্ত্রী গ্রেফতার

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম

প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ দাবি, স্বামী-স্ত্রী গ্রেফতার

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ইমন হাছান (২৩) নামের কুমিল্লার এক যুবককে নারায়ণগঞ্জের বন্দরে ডেকে এনে অপহরণের পর মুক্তিপণ আদায়ের জন্য মারধরের ঘটনায় স্বামী ও স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার পীর মোহাম্মদের ছেলে রোমান (২৫) ও তার স্ত্রী মারিয়া (১৯)। এ ব্যাপারে ইমন হাছান বাদী হয়ে বুধবার বন্দর থানায় মামলা করেছেন।

ইমন হাছান জানান, তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার সাতগ্রাম বৃষ্ণপুর গ্রামের মনির হোসেনের ছেলে। দুই দিন আগে মারিয়ার সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা ও ছবি আদান-প্রদানের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার বিকালে মারিয়া দেখার করার জন্য তাকে বন্দরের রেললাইনে আসতে বলেন। সন্ধ্যা ৭টার দিকে বন্দর রেললাইনে এলে মারিয়া ও রোমানসহ ৫-৬ জন লোক তাকে একটি অটোরিকশায় তুলে অপহরণ করে বন্দরের মুকফুলদী গ্রামের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অপেক্ষমাণ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে মারধর করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং মারিয়া ও তার স্বামী রোমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম