পূবাইলে বিএনপির ইফতারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৬:১১ পিএম

বক্তব্য রাখছেন থানা বিএনপির সভাপতি মনির হোসেন। ছবি: যুগান্তর
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানার ৩৯ নং ওয়ার্ডে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
হায়দরাবাদ চৌরাস্থায় মঙ্গলবারের এই ইফতার মাহফিলে দুই সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এতে পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল বলেন, বিএনপিকে বহু পথ পাড়ি দিতে হবে। সেজন্য দলের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, টেন্ডারলীগ, চাঁদাবাজ লীগের পতন যে কারণে হয়েছে; সেগুলো থেকে আমাদের নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সেজন্য আমাদের দলীয় ঐক্য মজবুত করতে হবে।
থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার বলেন, প্রায় ১৭ বছর পর আমরা এই ওয়ার্ডে ইফতার অনুষ্ঠান করতে পারছি। আওয়ামী লীগ-যুবলীগ এতোদিন আমাদের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমটুকুও করতে দেয়নি। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন সংগঠনকে শক্তিশালী করার সময়। আমাদেরকে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল সুসংগঠিত হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে বিএনপিতে এখন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মো. আমির হোসেনের সভাপতিত্বে ইফতারে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ও নজরুল ইসলাম, থানার সদস্য সাখাওয়াত হোসেন খোকন, থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান রাজীব।
ইফতারে আরও উপস্থিত ছিলেন সাবেক পূবাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলীম, সাবেক সহ সভাপতি নূরুজ্জামান মৃধা, থানার সহ সভাপতি নূর মোহাম্মদ নূর আলী ও আনিসুর রহমান মৃধা, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান।
থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল, থানা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও জুলহাস সরকার, ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান মুন্সী, ৪১ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার দেওয়ান, ৪২ নং ওয়ার্ড সভাপতি হারুন অর রশীদ, থানার দপ্তর সম্পাদক আল আমিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা, থানা ওলামা দলের সদস্য সচিব রবিউল হাসান, ওয়ার্ড যুবদল সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আবদুস সাত্তার, ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেন, যুবদল নেতা রাজীব ভুইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।