Logo
Logo
×

সারাদেশ

পিটিয়ে মায়ের হাত-পা ভেঙে ফেলেছে ছেলে

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৬:০৯ পিএম

পিটিয়ে মায়ের হাত-পা ভেঙে ফেলেছে ছেলে

কিশোরগঞ্জের কটিয়াদীতে হাজেরা খাতুন নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলেছে তারই  মাদকাসক্ত ছেলে। অসহায় ওই মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলে সেলিম মিয়াকে (২৪) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে মাদকাসক্ত সেলিম মিয়াকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করে পুলিশ। দণ্ডপ্রাপ্ত সেলিম কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লার আব্দুল কাদিরের ছেলে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

আহত হাজেরা আক্তার বলেন, আমার ৩ মেয়ে ও একমাত্র ছেলে সেলিম। সে মাদকাসক্ত, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ ও নিরাপত্তাহীনতায় থাকি। মাদক সেবনের জন্য আমার কাছে টাকা চাইলে আমি দিতে না পারলে উত্তেজিত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমার ডান হাত ও ডান পা ভেঙে দিয়েছে। সে যেকোনো সময় আমাকে এবং পরিবারের সদস্যদের মেরে ফেলতে পারে। বাধ্য হয়ে জীবনের নিরাপত্তার জন্য কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়েছিলাম। তাকে আটক করে সাজা প্রদান করায় সাময়িকভাবে স্বস্তি ফিরে এসেছে পরিবারে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত সেলিম মিয়াকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে উপস্থিত জনগণের সামনে মাদক সেবন, মাকে মারধরের কথা স্বীকার করেন। আইন মোতাবেক তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম