ধর্ষণের শিকার শিশুর বাবাকে হত্যা, ৩ আসামি রিমান্ডে

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম

বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যা মামলায় গ্রেফতার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীয়ত উল্লাহ প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আসলাম ওরফে কালু (৩৫), মো. রফিকুল ইসলাম (৪২) ও শ্রী রাম চন্দ্র রায় (৬৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের করইতলা নামক এলাকার নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ মার্চ বিকালে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই দিনই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মো. আসলাম ওরফে কালু (৩৫), মো. রফিকুল ইসলাম (৪২) এবং শ্রী রাম চন্দ্র রায়কে (৬৭) আটক করে দায়েরকৃত অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে ওই আসামিদের হত্যা মামলায় গ্রেফতার এবং রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাদীপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন বলেন, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করেন। পরে আদালত তাদের গ্রেফতার ও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজনকে গ্রেফতার এবং মামলার তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তাদের গ্রেফতার আবেদন গ্রহণ করে প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।