Logo
Logo
×

সারাদেশ

অর্ধডজন হত্যা মামলার আসামি গ্রেফতার

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৪৯ এএম

অর্ধডজন হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছে তারা।  মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোসলেম মিয়া ওরফে মোসাল্লীয়া ওরফে মশ্যাইল্যা (৫২)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের আল আমিন পাড়ার বাসিন্দা।

থানা সূত্রে জানা যায়, মোসলেমের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ আরও একাধিক মামলা রয়েছে। ২০১৩ সালে রাণীরহাট বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার পর থেকে তিনি এলাকা ছেড়ে চলে যায়। দেশের পট পরিবর্তন হলে এলাকায় ফিরে মোসলেম।

এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, মোসলেমের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলার পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, ‘পরোয়ানাভুক্ত আসামিকে র‍্যাবের সদস্যরা গ্রেফতার করে থানায় দেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম