Logo
Logo
×

সারাদেশ

যুবদল কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

যুবদল কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছে, পূর্ব শত্রুতা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় এ হত্যাকাণ্ড। তবে অভিযোগ অস্বীকার করেছে ওই যুবদলকর্মী। তার দাবি, ওই ব্যবসায়ীর সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে। তাকে হত্যা করা হয়নি।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মৃত রমজান আলী (২০) ওই ইউনিয়নের পূর্ব তারাখোঁ ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।

আটককৃত অন্যরা হলেন- উপজেলার হাসনাবাদ এলাকার মহিমদ্দিন (১৮), ফোরকান (২০), ধামার খিল গ্রামের আবুল ইয়াছিন (১৭), হাতি মারা এলাকার পেয়ার আহমেদ (২৭) ও মনোয়ার খিল গ্রামের হাসান নিজামী (২০)।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে যুবদল কর্মী আহমদ ছাফার সঙ্গে শান্তিরহাট বাজারে যাচ্ছিল রমজান। পথিমধ্যে যুবদলকর্মী হাসানের নেতৃত্বে ৪ থেকে পাঁচজন তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় প্রাণ বাঁচাত রমজান দৌড়ে পালানোর চেষ্টা করলে জসিমের ফার্মেসির সামনে থেকে তাকে ধরে ফেলে হামলাকারীরা। রমজানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এতে রমজান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

যুবদল কর্মী আহমদ ছাফা বলেন, ‘হাসান, সোহেলসহ অন্তত ৮ থেকে ১০ জন আমাদের ওপর হামলা চালিয়েছিল। রমজান পালিয়ে যাওয়ার চেষ্টা করেও বাঁচতে পারেনি।’

অভিযোগের বিষয়ে যুবদল কর্মী হাসান বলেন, ‌আমাদের একটি মোটরসাইকেল আহমদ ছাফা ছিনতাই করে। মঙ্গলবার মোটরসাইকেল উদ্ধার করতে গেলে রমজান প্রথমে আমাদের ওপর হামলা করে। এ সময় দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের কয়েকজন আহত হয়।

যুবদলকর্মী আহমদ ছাফা এবং হাসানের নামে কয়েকটি মামলা রয়েছে বলে জানান হাসান।

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, ‌মারামারির ঘটনায় একজন মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম