
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম
দৌলতপুর সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

আরও পড়ুন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং একজন নারী মাদক পাচারকারী আটক করা হয়েছে।
মঙ্গলবার ও সোমবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জালেমা বেগম (৪৫) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় মঙ্গলবার সকালে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১০ বোতল ফেনসিডিল ও ৬৭৫ গ্রাম কেজি হেরোইন উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার রাতে একই ব্যাটালিয়ন অধীনে আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তর ঠোটারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মোছা. জালেমা বেগম নামে একজন নারী মাদক পাচারকারীক ৪৭০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয়েছে। সে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে।
একই ব্যাটালিয়নের অধীনে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল এবং কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা ৪ কেজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ১৬ হাজার ৬৪৫ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানিয়েছে।