
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুরকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম

আরও পড়ুন
খুলনার পাইকগাছায় মক্তবের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করায় হুজুরকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা কাসিমনগর সরদারপাড়া জামে মসজিদের ইসলামী ফাউন্ডেশনের মক্তবের হুজুর মাওলানা আবুল কাসেম শেখের (৫৫) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি কাসিমনগর গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে।
মক্তবে ছেলেমেয়েদের পাঠদানের পর অন্য শিশুদের ছুটি দিয়ে হাতের লেখা শিখানোর জন্য ৯ বছরের শিশু ভিকটিমকে রেখে দেন হুজুর। ভিকটিম শিশু শিক্ষার্থী জানায়, তাকে নানাভাবে যৌন হয়রানি করা হয়েছে। সে তার বাসায় গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকেরা থানায় গিয়ে মামলা করেন। হুজুর ছোট্ট শিশুর সঙ্গে যা করেছে তা ক্ষমার অযোগ্য বলে জানান শিশুর স্বজনরা।
হুজুরকে জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেন, আমি তাকে সেভাবে কিছু করার চেষ্টা করিনি। সে আমার সম্পর্কে নাতনি। স্থানীয় লোকেরা চক্রান্ত করে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমি জামায়াতের কর্মী ও রোকন প্রার্থী। কপিলমুনি ইউনিয়ন জামায়াতের কমিটিতে আছি।
জামায়তের কপিলমুনি ইউনিয়ন আমির রবিউল ইসলাম বলেন, তিনি জামায়াতের কোনো পদে নেই। জামায়াতের লোকদের সঙ্গে মিশে থাকেন। এজন্য জামায়াত সম্পর্কে তার ধারণা আছে।
থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।