Logo
Logo
×

সারাদেশ

ফেসবুক স্ট্যাটাস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

Icon

চৌদ্দগ্রাম দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম

ফেসবুক স্ট্যাটাস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুপক্ষের  সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ  জনতা ৫-৬টি বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জামায়াতের সমর্থক মো. তারেক চৌধুরীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। ১৩ মার্চ পুরোনো পোস্টটি ভেসে উঠলে একই এলাকার যুবদলের কর্মী হৃদয় ওই পোস্টে কমেন্টস করেন। এ ঘটনার জের ধরে ১৬ মার্চ হৃদয়কে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মারধর করেন।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য ১৭ মার্চ রাতে একটি সালিশি সভার আহ্বান করা হয়। সভায় উভয়পক্ষের কয়েকশ নেতাকর্মীর আগমন ঘটে; কিন্তু সালিশি সভা শুরু হওয়ার আগেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াত ও বিএনপির প্রায় ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

আলকরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শরিফ বলেন, ২০২০ সালে স্থানীয় জামায়াত সমর্থক মো. তারেক চৌধুরী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনার তৎসময়ে স্থানীয়রা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। ১৩ মার্চ ওই স্ট্যাটাসে যুবদলের কর্মী হৃদয় কমেন্টস করে লিখেন- এ ঘটনায় তো এখনো ধর্ষণকারীর বিচার হয়নি। এর জের ধরে তারা হৃদয়কে মারধর করে এবং বিচারের নামে তারা আমাদের ডেকে নিয়ে হামলা করে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন বলেন, ফেসবুকের কমেন্টসকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। বিএনপি পূর্বপরিকল্পনা করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এবং আমাদের কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন যুগান্তরকে জানান, ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আলকরার লক্ষ্মীপুর গ্রামে পাশাপাশি দুটি বাড়ির দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়ে কয়েকজন আহত হয়েছেন। এতে রাজনৈতিক কোনো ইস্যু নেই। এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম