Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে তাঁতী দল নেতাকে কুপিয়ে জখম, গুলিবর্ষণ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

রাজশাহীতে তাঁতী দল নেতাকে কুপিয়ে জখম, গুলিবর্ষণ

রাজশাহীতে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।

আহত ব্যক্তির নাম পাপ্পু হোসেন (৪৫)। তিনি তাঁতী দলের রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে নিয়ে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন সিঅ্যান্ডবি মোড় থেকে সরে গিয়ে পাপ্পু নদীর ধারের দিকে চলে যান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রাচীর সংলগ্ন পদ্মাপার এলাকায় তাকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এ সময় সেখানে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দলেরই দুটি গ্রুপের মধ্যে গণ্ডগোল। পাপ্পুর অবস্থা আশঙ্কাজনক, সবাই চিকিৎসার কাজে ব্যস্ত। তাই কেউ অভিযোগ করেনি। থানায় লিখিত অভিযোগ হলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম