
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনায় বকুল মিয়া নামে এক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বকুল মিয়া চুনারুঘাট উপজেলার আসামপাড়ার এলাকার আব্দুল মোতালিব মাস্টারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আব্দুল মোতালিব মাস্টারের ৩ ছেলে পিটিয়ে জখম করে। এ ঘটনার একটি ভিডিও ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়; কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা দোকানপাট তালা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রোববার সকালে হবিগঞ্জ আদালতে স্বপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেন চুনারুঘাটের সিনিয়র সাংবাদিক নুরুল আমীন। আদালত মামলাটি আমলে নিয়ে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা হলেন- আসামপাড়া গ্রামের আব্দুল মোতালিব মাস্টার, তার ৩ ছেলে বকুল মিয়া, মুকুল মিয়া ও শেকুল মিয়া।
মঙ্গলবার আব্দুল মোতালিব মাস্টার ও তার ছেলে বকুল মিয়া আদালতে আত্মসমর্পণ করলে বিচারক বকুল মিয়াকে কারাগারে এবং তার বাবা আব্দুল মোতালিব মাস্টারের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী শাহ ফখরুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিতে এভাবে পেটানোর পর আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে বকুল মিয়ার জামিন নামঞ্জুর করেছেন। এতে সমাজে একটি বার্তা যাবে যদি কেউ আইন হাতে তুলে নেয় তাহলে সে পার পেয়ে যাবে না।