সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় আটককৃত মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেওয়ার পর তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে জেলা প্রশাসন। সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা করতেন তারা।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেওয়ার পর এ অভিযান চালায় জেলা প্রশাসন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তারা জানান, সেলিম কসাই, রাসেল কসাই, পোড়া কাকনসহ একদল মাদক বিক্রেতা ফতুল্লা থানাধীন মাসদাইরে বেগম রোকেয়া খন্দকার স্কুলের বিপরীতে একটি বসতবাড়ি ভাড়া নিয়ে সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে সেই বাড়িতে তারা অভিযান চালায়। এ সময় ৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
তখন ২০-২৫ জন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র সহকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়। তখন বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে জানানো হলে তারা ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও বিজিবির টিম ঘটনাস্থলে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সহযোগিতায় মাসদাইরে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।