Logo
Logo
×

সারাদেশ

ভাইরাল হওয়া সাবেক সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম

ভাইরাল হওয়া সাবেক সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ঢাকার একটি হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন।

আওয়ামী লীগ শাসনামলে তার দেওয়া ‘ভোট পড়ে ৩০০ হয়ে যায় ৩০০০’- বক্তব্যটি ভাইরাল হয়। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, কামরুল হাসান খোকন ঢাকার একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ের জিলা স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুটি মামলার মধ্যে একটি হয়েছে ঢাকার আদাবর থানায় এবং অন্যটি হয়েছে ঠাকুরগাঁও সদর থানায়। দুটি মামলার একই আসামি দুটি ঘটনায় অভিযুক্ত।

গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা স্কুলের সামনের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় খোকন জড়িত বলে পুলিশ জানায়। আবার ঢাকার যে মামলায় তিনি গ্রেফতার হয়ে আছেন, সেখানেও ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তাকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবীর প্রশ্ন, একজন লোক একই সময়ে দুই জায়গায় কীভাবে উপস্থিত থাকেন? এমনকি ৫শ কিলোমিটার দূরের দুটি স্থানেও। প্রাথমিকভাবে এই দুটি মামলার একটিও টেকে না। একটি সত্য হলে অন্যটি মিথ্যা। একই মানুষ একই সময়ে দুটি জায়গায় কীভাবে থাকেন, সে বিষয়টি আদালতকে জানানো হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি কামরুল হাসান খোকনকে রাজধানীর আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ঠাকুরগাঁও শহরের  সাহাপাড়া মহল্লার মৃত জহির উদ্দিনের ছেলে।

কামরুল হাসান ১৯৯১-১৯৯৫ পর্যন্ত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি এবং ২০০২-২০০৬ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক ছিলেন।

২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে এক বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ভোট পড়ে ৩০০ হয়ে যায় পরে ৩০০০’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম