Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনায় মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেলা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণের' ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ডাক্তার মাজহারুল আমিনের পরিচালনায় সাড়ে ৪ ঘণ্টা সময়ব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, ডাক্তার আফসানা শাহীন রীটা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জাতীয় নাগরিক পার্টির সংগঠক (উত্তরাঞ্চল) প্রতীম সোহাগ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জাসাসের আহবায়ক সাদমান পাপ্পু, নেত্রকোনা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী মারুফুল হক, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আজরিনা আক্তার, ৫ম ব্যাচের শিক্ষার্থী অনন্যা সরকার প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৯ সালের ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন; কিন্তু এখনো মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসের জায়গাই নির্ধারণ হয়নি। 

এ পরিস্থিতিতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি অংশে কলেজটির শিক্ষা কার্যক্রম চলছে। নতুন মেডিকেল কলেজ বলে আবাসন, শ্রেণিকক্ষ, গবেষণাগার সংকটের মতো বিষয়গুলো শিক্ষার্থীরা মেনে নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। 

তবে যে সংকট তাদের মধ্যে হতাশা তৈরি করছে, তা হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষক-স্বল্পতা এবং ক্লিনিক্যাল (হাতে-কলমে) শিক্ষায় ঘাটতি। 

ইতোমধ্যে অর্ন্তবর্তী সরকার নেত্রকোনা মেডিকেল কলেজসহ দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার নেত্রকোনাবাসীর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, টানা তিন দিনের কর্মসূচি দিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম