গরুচোর সন্দেহে শিশু নির্যাতন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মামলা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৬:২৫ পিএম

সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ মামলাটি দায়ের করেন উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের নির্যাতিত শিশু অলিউর রহমানের (১৪) মা জলি বেগম (৩৫)।
মামলায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কালিজুরি মটুককুনা গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে লায়েক আহমদ (৩৫) মেম্বারসহ ৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় তাকে দ্বিতীয় আসামি করা হয়।
মামলায় বাকি আসামিরা হচ্ছেন- একই গ্রামের রুস্তুম আলীর ছেলে নানু মিয়া (৩৫), সদরপুর মটুককুনা গ্রামের কাহানুর মিয়ার ছেলে লোকমান মিয়া (৪৫), কালিজুরি মটুককুনা গ্রামের জলিল মিয়ার ছেলে সুমন আহমদ (৩২) ও কমসির আলী ছেলে আব্দুল বারিক (২৯)।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, নির্যাতিত শিশু অলিউর রহমান বিশ্বনাথ বাজারে একটি দোকানে চাকরি করে। ঘটনার দিন (১৬ মার্চ) বিকালে দোকানের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে আসামিরা রাস্তা থেকে ধরে নিয়ে যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদের বাড়িতে। সেখানে নিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। আমরা সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদের বাড়িতে গেলে আসামিরা জানায় তার ছেলেকে গরুচোর সন্দেহে আটক করা হয়েছে। পরে আসামিরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে আমার ও আমার স্বামী রোহেল মিয়া এবং আমার ভাই কামরুল আলীর স্বাক্ষর নিয়ে জখমি অবস্থায় আমার ছেলেকে ছেড়ে দেয়। পরবর্তীতে রাতে নির্যাতিত শিশু অলিউর রহমানের অবস্থার অবনতি দেখা দিলে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।