Logo
Logo
×

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ মিনিটে নদী পার হবে লঞ্চ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৬:২২ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ মিনিটে নদী পার হবে লঞ্চ

পবিত্র ঈদুল ফিতরে যাত্রী পারাপার নির্বিঘ্ন করার লক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করবে। আর পদ্মা ও যমুনা নদীতে চর পড়ে শুকিয়ে যাওয়াতে মাত্র ১৫ মিনিটে নদী পার হবে লঞ্চগুলো।

মঙ্গলবার দুপুরে এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন, বিআইডব্লিউটিএর আরিচা বন্দর কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম শেখ। তিনি আরও বলেন, আসন্ন ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি লঞ্চ চলাচল করবে। পাটুরিয়া প্রান্তে ৩টি ও দৌলতদিয়া প্রান্তে ৩টি ঘাট সচল রয়েছে। প্রয়োজন হলে আরও ঘাট সচল করার ব্যবস্থা করা হবে। এছাড়াও নির্বিঘ্নে ফেরি ও লঞ্চ চলাচলের জন্য আমরা চর কেটে দিয়েছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় আমরা ঘরমুখো যাত্রীদের ভাল একটি ঈদ উপহার দিতে পারব।

এ বিষয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক বলেন, ঈদে আমরা মানুষের ঘরে পৌঁছানো নির্বিঘ্ন করতে নৌপথে আমাদের পুলিশের টহল জোরদার থাকবে। পাশাপাশি যেকোনো রকম বিশৃঙ্খলা রোধকল্পে এখন ঘাট এলাকায় টহল জোরদার করা হয়েছে। নদীপথে ফেরীতে যাত্রীদের নিরাপত্তায় মাইকিংয়ের জন্য ফেরির চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে কোনো যাত্রীর দুর্ঘটনা ঘটলে রাতারাতি জানাতে পারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম