রামচন্দ্রপুরে মসজিদের প্রবেশ পথ বন্ধের অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম

রাজশাহীর আড়ানীর রামচন্দ্রপুর বাসস্ট্যান্ড মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় জিয়া হোসেন নিজের জমি দাবি করে মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দেন। পরে বেলা ১২টার দিকে স্থানীয় রকি হোসেনের নেতৃত্বে টিন ও বাঁশের বেড়া ভেঙে দেওয়া হয়েছে।
জানা গেছে, জিয়া হোসেন রামচন্দ্রপুর গ্রামের রশিদ সরদারের ছেলে। ১৯৯২ সালে আড়ানীর বড়াল নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ নির্মাণের পর খেওয়া খাটের ফাঁকা স্থানে ১৯৯৩ সালে রামচন্দ্রপুর বাসস্ট্যান্ডের লোকজন মসজিদ নির্মাণ করেন। এরপর থেকে মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করে আসছিলেন। এ মসজিদে মঙ্গলবার মুসল্লিরা ফজরের নামাজ আদায় করে নিজ নিজ বাড়িতে চলে যান। সকাল সাড়ে ৭টার দিকে এসে দেখেন জিয়া হোসেন টিন ও বাঁশ দিয়ে মসজিদের প্রবেশ মুখে বেড়া দিয়ে দেন।
মসজিদ কমিটির সভাপতি আবদুস সাত্তার বলেন, সকালে এসে দেখি মসজিদে প্রবেশের মূল রাস্তা টিন ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় এ ঘটনা জানাজানি ৪ ঘণ্টা পর ভেঙে দেওয়া হয়।
মসজিদ সংলগ্ন দোকানদার ও স্থানীয় সিনিয়র বিএনপি নেতা আফাজ উদ্দিন বলেন, জিয়া নিজের জমি দাবি করে মসজিদের প্রবেশ মুখে বেড়া দিয়েছিল। পরে স্থানীয় লোকজন তা ভেঙে দিয়ে মসজিদের প্রবেশ পথ খুলে দিয়েছেন।