Logo
Logo
×

সারাদেশ

রেললাইনের পাশে মিলল যুবকের ক্ষত-বিক্ষত লাশ

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম

রেললাইনের পাশে মিলল যুবকের ক্ষত-বিক্ষত লাশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদি মাছের আড়তের পাশের রেললাইন থেকে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত যুবকের নাম রনি শেখ (২০। তার বাড়ি উপজেলা তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে। আতাদি মাছের আড়তে চাকরি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী মুক্তা বেগম জানান, সকাল অনুমানিক সাড়ে ৯টার দিকে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার এসআই আবজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, কাজ শেষ করে রেললাইনের উপর হাঁটতে ছিল রনি। হয়তো ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হতে পারে। তাও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম