Logo
Logo
×

সারাদেশ

বকেয়া বেতন দাবিতে অবরোধের আধা ঘণ্টা পর রাস্তা ছাড়ল শ্রমিকরা

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:১৯ পিএম

বকেয়া বেতন দাবিতে অবরোধের আধা ঘণ্টা পর রাস্তা ছাড়ল শ্রমিকরা

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে ফুয়াং ফুড লিমিটেডের শ্রমিকরা। অবরোধের ৩০ মিনিট বাদেই মহাসড়ক ছাড়ে তারা।

ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকালে ফুয়াং ফুড লিমিটেডের কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কটি ব্যবহারকারীরা।

খবর শুনে সেখানে যায় সেনাবাহিনীর টহল দল, শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ। যৌথভাবে অভিযান চালিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় তারা। অবরোধের প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলেও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা রয়েছে।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। ঘরভাড়া পরিশোধ করতে পারছেন না। যার দরুণ বাড়িওয়ালারা চাপ দিচ্ছে। এছাড়া, দোকানদাররাও বাকিতে কোনো পণ্য দিচ্ছে না।

গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ওসি আব্দুল লতিফ খান বলেন, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আগামীকাল বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম