Logo
Logo
×

সারাদেশ

দেশের বৃহত্তম রেলসেতুর উদ্বোধন, ১২০ কিমি গতিতে চলল ট্রেন

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম

দেশের বৃহত্তম রেলসেতুর উদ্বোধন, ১২০ কিমি গতিতে চলল ট্রেন

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের বৃহত্তম রেলওয়ে সেতু যমুনা রেলসেতু। এর মাধ্যমে সেতুটি দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে।

যমুনা রেলসেতু উদ্বোধন নিয়ে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। দুপুর ১২টা ৬ মিনিটে সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বিশেষ ট্রেন যাত্রা শুরু করে। দুপুর ১২টা ১২ মিনিটে ট্রেনটি পূর্ব প্রান্ত থেকে সেতুতে ওঠে। মাত্র তিন মিনিট ২১ সেকেন্ডে ট্রেনটি সেতু পার হয়। পরে পশ্চিম প্রান্তের সয়দাবাদ স্টেশনে দুপুর ১২টা ২১ মিনিটে পৌঁছে বিশেষ ট্রেনটি।

এ সেতু উদ্বোধনের মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

এর আগে সকাল সাড়ে ১০টায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ও জাইকার সাউথ এশিয়া ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল।

যমুনা রেলসেতু কর্তৃপক্ষের তথ্যমতে, জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেলসেতু নির্মাণে খরচ হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে ২৭ দশমিক ৬০ শতাংশ অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে। আর বাকিটুকু দিয়েছে জাইকা।

জাপানের পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করে। জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের ৭ হাজারেরও বেশি কর্মীর টানা চার বছরের পরিশ্রমে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। সেতুটিতে ৫০টি পিলার, প্রতি দুই পিলারের মাঝে একটি করে মোট ৪৯টি স্প্যান রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম