Logo
Logo
×

সারাদেশ

চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

Icon

হাজীগঞ্জ( চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:১৩ পিএম

চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ চারটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার সকাল থেকে বিকালে পর্যন্ত অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো— সাহিদুজ্জামান ব্রিকস, দেলোয়ার ব্রিকস, আতিক শাহ ব্রিকস ও আব্দুল গনি ব্রিকস।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় পরিবেশ অধিদপ্তর, যৌথ বাহিনী ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতায় ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম