সেচ প্রকল্পের যন্ত্রাংশ অকেজ, পানি পাচ্ছে না কৃষক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:২৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের যন্ত্রাংশ অকেজ হয়ে গেছে। এর জেরে ১৫ থেকে ১৬ দিন ধরে পানি পাচ্ছেন না কৃষক। ধানের জমিতে ঠিক মতো পানি দিতে না পেরে আবাদ নিয়ে শঙ্কায় আছেন তারা। তাদের কপালে চিন্তার ভাঁজ।
পানি সেচ দিতে না পারায় অঞ্চলটির প্রায় দেড়শ বিঘা জমির মাটি শুকিয়ে ফেঁটে
চৌচির হয়ে গেছে। তুলনামূলকভাবে অধিক জন্মাচ্ছে আগাছা।
উপজেলার মহিপুর সাঁওতাল পাড়ায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পটির
দেখাশুনা করেন অপারেটর মো. সরোওয়ার হোসেন। তিনি জানান, পাম্পটি বিকল হলে এলাকার কৃষকরাই
১৫ হাজার টাকা খরচ করে দুবার মেকানিং দ্বারা পাম্প ঠিক করে। যদিও এতে কাজ হয়নি। ফের
অকেজ হয়ে গেছে পাম্পটি।
সোমবার সেখানে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন জমিতে পানি দিতে না পারায় এলাকার
কৃষকরা অপারেটর সবুজকে ঘিরে ধরে রেখেছেন। একপর্যায়ে তাকে মারতে আসেন তারা। পরে পরিস্থিতি
শান্ত হলে কৃষকেরা বরেন্দ্র অফিসের মেকানিকের পা জড়িয়ে ধরেন। অনুরোধ করেন, পাম্পটি
দ্রুত মেরামত করে সেচের ব্যবস্থা করতে।
পাঁচবিবি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সালাউদ্দিন বলেন,
‘পাম্পটির বিদ্যুৎ পাওয়ারের সমস্যা আছে। দ্রুতই সেচপাম্পটি মেরামত করা হবে।’