Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে বাসায় ঢুকে চাঁদা দাবি, গ্রেফতার ৪

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:০৬ পিএম

রাজশাহীতে বাসায় ঢুকে চাঁদা দাবি, গ্রেফতার ৪

রাজশাহী নগরীর বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় ঢুকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, চাকু, ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ক্যামেরাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকার সাজ্জাদুর রহমান (২৫), একই এলাকার হাসানুর রহমান রাব্বি (২৫), ভাড়ালিপাড়া এলাকার রাকিব হাসান (২৮) এবং নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার সানি রহমান (৩০)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপালগঞ্জের এক ব্যক্তি বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন। রোববার বিকালে তার বান্ধবী জরুরি প্রয়োজনে এ বাসায় তার সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণ পর এই চারজন দেশীয় অস্ত্রসহ জোরপূর্বক বাসায় প্রবেশ করে।

তারা দুজনের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভুক্তভোগীদের মারধর করেন এবং বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। এছাড়া অভিযুক্তরা ওই ফ্রিল্যান্সারের বান্ধবীর ব্যক্তিগত ছবি এবং ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।

পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, অভিযুক্তরা ওই তরুণীকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় মারধর করে। তাকে ধর্ষণের চেষ্টাও করা হয়। ওই ফ্রিল্যন্সার কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ সময় অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে নগরীর শাহ মখদুম থানায় একটি মামলা হয়। এ মামলায় চারজনকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম