Logo
Logo
×

সারাদেশ

আমতলীতে মধ্যরাতে মাজারে আগুন-ভাঙচুর, আহত ২০

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৫৬ পিএম

আমতলীতে মধ্যরাতে মাজারে আগুন-ভাঙচুর, আহত ২০

বরগুনার আমতলীতে ইসমাইল শাহ মাজারে বাৎসরিক ওরশ চলাকালে মধ্যরাতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। মাজারের খাদেম অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুলের অভিযোগ, এতে অন্তত ২০ জন আহত ও মাজারের ভেতরের সামিয়ানাসহ দুটি বৈঠকখানা পুড়ে গেছে।

রোববার রাত সোয়া ১২টার দিকে আমতলী পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা রাত পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

জানা গেছে, রোববার ওই মাজারে ২৮তম বাৎসরিক ওরশ শুরু হয়। রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে তাদের শতাধিক সমর্থক এসে ওরশ বন্ধ করতে বলেন। কিন্তু মাজারের খাদেম এতে অপরগতা জানালে একপর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে মাজার ভাঙচুর করে এবং আগুন দেয়। এতে ওই ওরশে আসা হাজার হাজার ভক্ত ও স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ও ওসি আরিফুল ইসলাম আরিফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আহতরা হলেন- সোলায়মান, রেজাউল, বাদল মৃধা, দুলাল মৃধা, আবু বকর, আবুল হোসেন, নোমান, মামুন, আবুল কালাম, জোবায়ের ও ফজলুল করিম। তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মাজারের খাদেম বাবুল বলেন, তারা ভক্তদের মারধর ও মাজারের বাক্সে থাকা টাকা-পয়সাও লুটপাট করেছে। ওমর ফারুক বলেন, এখানে ওরশের নামে গানবাজনা, মাদক সেবন ও নারীর আসর বসে। আমরা মাজারের খাদেমকে রমজান মাসে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বলেছিলাম। কিন্তু তার নির্দেশে তার ভক্তরা আমার লোকজনের ওপর হামলা করে। 

আমতলী থানার ওসি আরিফ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও আশরাফুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম