Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ইঞ্জেকশনসহ মাদক কারবারি গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

বগুড়ায় ইঞ্জেকশনসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে অভিনব কৌশলে কাঠের চারটি চৌকাঠের মধ্যে ৪৮০ পিস নেশার ইঞ্জেকশন পাচারের সময় জব্দ করা হয়েছে। এ সময় মো. রিজু (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার মধ্যরাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপর থেকে উদ্ধার করা হয়। 

সোমবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেফতার মাদক কারবারি মো. রিজু দিনাজপুরের বিরামপুর উপজেলার মির্জাপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা খবর পেয়ে রোববার রাত সোয়া ১টার দিকে মুরাদপুর এলাকায় মহাসড়কে অভিযান চালান। এ সময় চারটি চৌকাঠসহ মো. রিজুকে গ্রেফতার করা হয়। 

পরে কাঠের মধ্যে থেকে বিশেষ ব্যবস্থায় রাখা ৪৮০ পিস নেশার ইঞ্জেকশন বুপ্রিনরপিন পাওয়া যায়। এ ব্যাপারে রিজুর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। 

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম