Logo
Logo
×

সারাদেশ

নিহত সেই মন্টু দাশের বাড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

নিহত সেই মন্টু দাশের বাড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি

বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাশ হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

সোমবার সকালে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি করইতলা এলাকায় মন্টুর বাড়িতে তিনি জেলা বিএনপির প্রতিনিধি দল নিয়ে দেখা করতে আসেন।

এ সময় মনি সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমি আজ এখানে এসেছি। ভুক্তভোগী এই পরিবারকে ন্যায়বিচার পেতে আমরা সব ধরেনর সহযোগিতা করব। এছাড়াও পরিবারটিকে সার্বিক সহায়তা দিয়ে বিএনপি সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি।

মন্টুর স্ত্রীকে তিনি বলেন, আমাদের দল আপনার পরিবার এবং আপনার পাশে সব সময়  থাকবে। হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জন্য বিনা পয়সায় আমাদের আইনজীবী মামলার চূড়ান্ত পর্যন্ত লড়াই করে যাবে। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এ সময় তিনি মন্টু দাশের স্ত্রী শিখা রানীর হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন।

মন্টু দাসের স্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, আমার মেয়েকে ধর্ষণের পর আমার স্বামী বাদী হয়ে একটি মামলা করেন। যেদিন মামলার তারিখ পড়ে তার আগের রাতে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমাদের সন্দেহ ধর্ষণ মামলায় অভিযুক্তের স্বজনরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বামীকে হারিয়ে এখন সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে আছি। কীভাবে আমাদের সংসার চলবে তা জানি না।

‘তবে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা খুবই খুশি’, যোগ করেন তিনি। 

 উল্লেখ্য, গত ১১ মার্চ দিনগত রাত পৌনে দুইটার দিকে নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের লাশ উদ্ধার করা হয়। পরদিন বিকালে বরগুনা সদর থানায় নিহতের স্ত্রী অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। 

মন্টু বরগুনা শহরে একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন। দেড় মাস বয়সি শিশু কন্যাসহ চার বছর ও ১২ বছর বয়সি দুই কন্যাসন্তান রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম