Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম

গাজীপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার সাবেক আমির আবুল হাশেম খান। 

এছাড়াও অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির খায়রুল হাসান, মাওলানা হোসেন আলী, মহানগর সেক্রেটারি আফজাল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটো, প্রেসক্লাবের সেক্রেটারি শাহ সামসুল হক রিপন ও সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচএম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শেখ মো. আজিজুল হক, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন। 

তারা বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম