Logo
Logo
×

সারাদেশ

১৩০ কেজি হরিণের মাংস ফেলে পালাল শিকারিরা

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৬ পিএম

১৩০ কেজি হরিণের মাংস ফেলে পালাল শিকারিরা

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ১৩০ কেজি মাংস উদ্ধার করেছেন যৌথবাহিনী। রোববার রাতে উপজেলার জোড়শিং গ্রামের শাকবাড়িয়া নদীর চর থেকে মাংস উদ্ধার করা হয়। 

খাশিটানা বন টহল ফাঁড়ি, আংটিহারা কোস্টগার্ড ও আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের যৌথ অভিযানে এ মাংস উদ্ধার করা হয়।

খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানা রঞ্জন পাল জানান, সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের মাংস বিক্রির জন্য লোকালয়ে আনা হচ্ছে— এমন খবরে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের বিষয়টি জানতে পেরে শিকারিরা শাকবাড়িয়া নদীর চরে মাংসগুলো ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করে টহল ফাঁড়ির নিয়ে আসা হয়।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ মো. শরিফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস সোমবার সকালে উপজেলা জ্যৈষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের অনুমতিতে আদালত চত্ত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম