Logo
Logo
×

সারাদেশ

মেয়ের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

Icon

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

মেয়ের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের নাগরপুরে মেয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক মা। ওই মায়ের দাবি, জমিদখলে ব্যর্থ হয়ে ডাকাতির নাটক ও মিথ্যা মামলা করেছেন তারই মেয়ে। এমনকি ছড়াচ্ছে মিথ্যে তথ্যও।

সোমবার সকালে নাগরপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মা কোহিনুর বেগমের (৮৫) পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ছেলে এস এম তারেক মাহমুদ।

তিনি বলেন, নাগরপুর সদরে অবস্থিত গরুহাটের উত্তর পাশে আমাদের বাড়ি। সেই বাড়ি সংলগ্ন জমির এক অংশে ২০১৪ সাল থেকে বসবাস করছে মেয়ে জাহানারা আক্তার। এ সময়ে জমিটিতে থাকা ভাইয়ের দোকান দখল করতে চাই ওই মেয়ে। সে সময় আমি ও আমার অন্য ছেলেরা মিলে তাকে পারবারিকভাবে বাধা দেয়। পরে জাহানারা জাল কাগজ করে জমিটির দখল নেওয়ার চেষ্টা করে।

দখল করতে না পেরে আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা করে। পারিবারিকভাবে মানহানি করার চেষ্টা করে।

গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমার বড় ছেলের সন্তান এস এম মহিউদ্দিন মাহমুদ (মহন) গরু হাটের মাঠে ক্রিকেট খেলতে যায়। একপর্যায়ে বন্ধুদের সঙ্গে নিয়ে বসে বিশ্রাম করে। এ সময় জাহানারা ও তার ছোট ছেলে জাহিদ তাদের উঠে যেতে বলে। সেখানে বাগবিতণ্ডাও হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়।

গত ২৭ ফেব্রুয়ারি জাহানারার বড় ছেলে সিরাজ আলম মাসুদ তাদের বাড়িতে ডাকাতি হয়েছে বলে ফেসবুকে প্রচার করে। সেই ঘটনায় নাগরপুর থানায় মহনের নামে একটি অভিযোগ করে জাহানারা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোহিনুর বেগম বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে, আমার মেয়ে জাহানারা ও তার ছেলে মাসুদ আমার সম্পত্তি দখলে এসব করে যাচ্ছে। আমার মেয়ের পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এলাকাবাসী। বর্তমানে তারা টাঙ্গাইল থাকে। তাই আমি এ বয়সে মেয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম