যুগান্তরে সংবাদ প্রকাশ
নওমুসলিম রবিউল পেলেন সহায়তা

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম

‘নওমুসলিম রবিউলকে না খেয়েই রোজা রাখতে হচ্ছে’— এমন শিরোনামে গত ১৩ মার্চ একটি সংবাদ প্রকাশ করে পাঠক নন্দিত গণমাধ্যম যুগান্তর। সেই সংবাদের পর রবিউল পেলেন সহায়তা। সোশ্যাল প্ল্যাটফর্মের বন্ধুদের থেকে অর্থ সংগ্রহ করে তাকে সহায়তা করেছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। আর এতেই রবিউলের মুখে ফুটেছে হাসি।
৬৫ বছর বয়সি রবিউল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরের অদূরে গোয়াইল
বাড়ি মসজিদ সংলগ্ন রাস্তার পাশে টং দোকানে থাকেন।
যুগান্তরের সংবাদটি সমাজকর্মী মামুনের দৃষ্টিগোচর হলে তিনি রবিউলের খোঁজ
নেন। সোমবার দুপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্সের শপিং মলে নিয়ে
যান। সেখানে কেনাকাটাসহ প্রায় ৫০ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয় এ নওমুসলিমের হাতে।
এ সময় যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লা, এনায়েতপুর হাট বণিক সমিতির সহসভাপতি মুক্তার
হাসান ও ব্যবসায়ী হযরত আলী উপস্থিত ছিলেন।
মামুন বিশ্বাস বলেন, ‘হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণকারী রবিউলের
অসহায়ত্বের কথা যুগান্তরের মাধ্যমে জানতে পারি।
পরে দেশি-বিদেশি ফেসবুক বন্ধুদের কাছ থেকে মোট ৪৭ হাজার ৩০০ টাকা উঠে। সেই টাকায় রবিউলকে
দুটি পাঞ্জাবি , ফতুয়া, জুতা, লুঙ্গিসহ খাদ্যদ্রব্য কিনে দেওয়া হয়।