যুগান্তরের কালিগঞ্জ প্রতিনিধির ওপর সন্ত্রাসীদের হামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:২৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পাঠক নন্দিত দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজারে হওয়া এ হামলায় গুরুতর আহত হয়েছেন এ সাংবাদিক। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত গাফফারের সঙ্গে থাকা যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি মো. খোরশেদ
আলম জানান, রোববার ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। রাত ৮টা ৪৭ মিনিটে
অজ্ঞাত একটি নম্বর থেকে গাফফারের ফোনে কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে তারা গাফফারের
অবস্থান জানতে চায়।
রাত ৯টার দিকে তারা আওড়াখালী বাজারের চার রাস্তায় পৌঁছালে তাদের গতিরোধ
করা হয়। এ সময় ফজলুল হক আকন্দ ওরফে তারকাটা ফজলুর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী
দল গাফফারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন গাফফার। একপর্যায়ে আশপাশের লোকজন
এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
কালিগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের আটকে অভিযান চলছে।’
